দৌলতখানে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার দৌলতখানে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় দৌলতখান উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে তাদের নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতখান পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অচিন্ত্য কুমার ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সূর্যের হাসি ক্লিনিক এর ম্যানেজার খালেদুজ্জামান এ সময় সভায় পরিবার পরিকল্পনার সকল কর্মচারী বৃন্দ অনুষ্ঠানে অংশ নেন ।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার অচিন্ত্য কুমার ঘোষ বলেন ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আমাদের পরিবার কল্যাণ সেবা সপ্তাহ সফল করার লক্ষ্যে সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। এবং সেবা সপ্তাহ সফল করতে পরিবার পরিকল্পনার সকল কর্মচারীদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।