ভারতীয় সীমান্ত পুলিশের মধ্যে গোলাগুলি, নিহত ৬

নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতের আধা-সামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ছয় সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ভারত-তিব্বত সীমান্ত এলাকায় কাদেনার ক্যাম্পে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দ বাজার পত্রিকা জানায়, কোনো বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের রহমান খান নামে এক জওয়ান তার সার্ভিস রাইফেল দিয়ে সহকর্মীদের ওপর গুলি চালালে পাঁচ জওয়ান নিহত হন। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছত্তিশগড়ের পুলিশ মহাপরিদর্শক ডিএম আয়াস্থি বলেন, ‘যে জওয়ান তার পাঁচ সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন, তিনি নিজেও নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন। আহতদের আকাশ পথে দ্রুত রায়পুর হাসপাতালে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আইজিপি ও এসপি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। শিগগিরই এ গোলাগুলির আসল কারণ জানা যাবে।’

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।