গভীর রাতে নারীসহ যুবদল নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় মুরাদ হোসেন (৩৫) নামের এক যুবদল নেতাকে নারীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে ওই নারীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে ওই ‍দুজনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিন সন্তানের বাবা মুরাদ হোসেন উপজেলার এলাঙ্গী ইউনিয়ন যুবদলের সদস্য এবং উপজেলার রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মুরাদ হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালের একটি মারামারির ঘটনায় থানায় মামলা দায়ের হয়। কিছুদিন আগে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। কিন্তু মুরাদ আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। মুরাদ হোসেন পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন।

ওই নারী গ্রেপ্তার যুবদল নেতার প্রেমিকা দাবি করে পুলিশ আরও জানায়, এ অবস্থায় সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুরাদ হোসেনকে তার পরকীয়া প্রেমিকার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মুরাদের সঙ্গে অবৈধভাবে রাত্রিযাপনের অভিযোগে ওই নারীকেও গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানামুলে মুরাদ হোসেনকে গ্রেপ্তারকালে একই ঘরে অবৈধভাবে রাতযাপনের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।