শ্বশুর-শাশুড়ির নির্যাতনে গৃহবধূর ‘আত্মহত্যা

রাজধানীর ধানমন্ডিতে পারিবারিক বিরোধের জেরে মিতানুর আক্তার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন মিতানুরের বাবা।

পরিবারে পক্ষ থেকে জানানো হয়, গতকাল রোববার রাত ৯টার দিকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের একপর্যায়ে গৃহবধূ মিতানুর বাথরুমে যান। এ সময় মিতানুরের বাবা-মাও সেখানে উপস্থিত ছিলেন। অনেকক্ষণ পরও বাথরুম থেকে বের না হওয়ায় চাবি দিয়ে খোলা হয় দরজা। সেখানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে।

মিতানুরের আত্মহত্যার জন্য তার স্বামী তামিম অভিযোগ তুললেন নিজের বাবা-মায়ের বিরুদ্ধেই। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন তার বাবা-মা। তাদের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মিতানুর।

তামিম বলেন, ‘আমার মা সব সময় আমার স্ত্রীকে অত্যাচার করতেন। নানাভাবে অত্যাচার করতেন। নিচু ফ্যামিলি বলেই এমন করতেন।’

আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ধানমন্ডি মডেল থানায় মিতানুরের শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি জোনের এডিসি আবদুল্লাহ হিল কাফি।

আবদুল্লাহ হিল কাফি বলেন, ‘এখনো নিহতের পরিবারের সদস্যরা শোক কাটিয়ে ওঠেনি। আমরা কাজ করছি, আমাদের কাজ শেষ হোক।’

প্রসঙ্গত, নিহত মিতানুরের স্বামী তামিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি লেখাপড়া শেষ করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।