ভোলায় জমির মালিকের বিরোধে চাষার সর্বনাশ
ভোলায় জমির মালিকের দুপক্ষের বিরোধে অসহায় কৃষকের সর্বনাশ হয়েছে।
সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের সুলতান সরদারের ছেলে নুরু সরদার গংদের সাথে আলাউদ্দিন মাঝিগংদের জমি নিয়ে বিরোধ চলে আসছে অন্যদিকে ঐ জমি নুরু সরদার থেকে লগ্নী রেখে ২৪ শতাংশ জমিতে লাউগাছ রোপণ করেছেন স্থানীয় গিয়াসউদ্দিন রাঢ়ী।
গিয়াসউদ্দিন রাঢ়ী জানান, আমি জমি লগ্নী রেখেছি নুরু সরদার এর কাছ থেকে আর গতকাল রবিবারে তাদের মধ্যে বিরোধ তাই ঐ রাগে আমার লাউ গাছ কেটে পেলেছে নুরু সরদার, আবু তাহের সরদার, জাহের সরদাররা।
এখানে আমার লাউ গাছের কি দোষ? আরো আজকে আমি লোকজন কে কাটা গাছ দেখাতে যাওয়ায় আমাকে মারধর করতে আসে নুরু সরদাররা।
অভিযুক্ত নুরু সরদার এর বক্তব্য নিতে গেলেও তাকে পাওয়া যায়নি।
সদর থানার এ এস আই আবদুল হক গাজী বলেন আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি দু’পক্ষ কে ডেকে সমাধান করে দিব বলছি।
ঐ এলাকায় দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, এটা খুব দুঃখজনক ফসলের সাথে আবার কিসের শক্রতা? আমি বিষয়টি শুনেছি ঘটনাস্থলে যাবো।