জেলের জালে ধরা পড়লো ‘পাখি মাছ’

পদ্মা নদীর জেলেদের জালে ৭০ কেজি ওজনের একটি বিল প্রজাতির ‘পাখি মাছ’ ধরা পড়েছে। রবিবার (১ ডিসেম্বর) ঈশ্বরদীর দাদাপুর হাটে মাছটি নিয়ে এলে স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মাছ ব্যবসায়ী মো. রতন মাছটি কেটে প্রতি কেজি ৭৫০ টাকা দরে ওই হাটেই বিক্রি করেন। প্রত্যক্ষদর্শী এইচ জে রুবেল জানান, বিশাল আকৃতি ও বিরল প্রজাতির এই মাছটি দেখতে বহু লোকজনের সমাগম ঘটে হাটে।

মো. রতন জানান, পদ্মা নদীতে বেড়জাল ফেলে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়ে এই মাছ। তিনি ২৮ হাজার টাকায় কিনে এই হাটে নিয়ে এসে কেটে মাছটি বিক্রি করেছেন।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান বলেন, মাছটির পিঠের দিকে পাখার মতো আছে সে কারণে এটিকে পাখি মাছ বলেন জেলেরা। তিনি বলেন, এটি মূলত সামুদ্রিক মাছ, সমুদ্র থেকে হয়তো মাছটি পদ্মায় চলে এসেছিল।

সুত্র : https://www.bdmorning.com/bn/article/2019/399810

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page