সর্বশেষঃ

এবার তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করছে ভারত

তুরস্ক থেকে ১১ হাজার টন পেঁয়াজ আমদানি করবে ভারত সরকার। আগামী বছর জানুয়ারিতে তুরস্ক এই পেঁয়াজ সরবরাহ করবে বলে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়।

পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করছে ভারত। এর আগে, মিসর থেকে ৬ হাজার ৯০ টন পেঁয়াজ কেনার চুক্তি হয়। সেই পেঁয়াজের চালান ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই চলে আসার কথা রয়েছে।

কলকাতাসহ দেশের প্রধান শহরগুলোতে পেঁয়াজের দাম ১০০ টাকার বেশি। এমন পরিস্থিতিতে গত সপ্তাহেই বিদেশ থেকে ১ লাখ ২০ হাজার টন পেঁয়াজ কেনার অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই সঙ্গে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পেঁয়াজের রপ্তানিও। পেঁয়াজ মজুদ রাখার সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

সূত্রের বরাত দিয়ে বলা হয়, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুম্বাইয়ের জওহরলাল নেহরু বন্দরে পৌঁছবে পেঁয়াজ। এরপর মুম্বাইয়ে ৫২-৫৫ টাকা কেজি দরে এবং দিল্লিতে ৬০ টাকা কেজি দরে পেঁয়াজ পাওয়া যাবে। তবে অন্যান্য রাজ্যে পেঁয়াজের দাম কতটা কমবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।