ভোলায় অপরিচ্ছন্নতা ও পঁচা ডিম দিয়ে বেকারী তৈরী করায় জরিমানা

ভোলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারের তদারকির সময় ইলিশা সুরভী বেকারীর অপরিচ্ছন্নতা ও পঁচা ডিম দিয়ে বেকারী তৈরী করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (১ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।
এ ছাড়াও ভোলা শহরের কাঁচাবাজারের হোটেল ও ব্যবসায়ীদের খাবার ঢেঁকে রাখা ও গুড়ের দোকানে নির্ধারিত মূল্যর তালিকা লাগানোর নির্দেশ দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান এর নেতৃত্বে ও সদর থানার পুলিশের একটি টিমের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন এই অভিযান অব্যাহত থাকবে আমাদের।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।