কে হচ্ছেন লালমোহন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক
ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আগামী ৩রা ডিসেম্বরের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে জল্পনা কল্পনার শেষ নেই। একসময়ের ঝিমিয়ে পরা উপজেলা আওয়ামী লীগকে সাংগঠনিক বলয়ে শক্তিশালী সংগঠনে রুপদানের সাথে দলীয় নেতাকর্মীদের যোগ্যতা অনুযায়ী পদ পদবী প্রদান, যে কোন প্রয়োজনে ছায়ার ন্যায় পাশে থেকে সাধ্যর অধিক সহযোগিতা করা ও অনুন্নত জনপদকে আধুনিকতায় ডিজিটাল বাংলাদেশের রোল মডেলে রুপান্তরে সাফল্যের শীর্ষ অবস্থানে আসীন হওয়া জনতার নেতা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে পুনরায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়ার প্রাণের দাবী তুলেছেন দলীয় নেতাকর্মীরা। তৃনমূল থেকে শুরু করে সর্বস্থরের নেতাকর্মীদের দাবী, লালমোহন তজুমুদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলোকে ঢেলে সাজানোর পাশাপাশি সাংগঠনিক বলয়ে শক্তিশালী সংগঠনে রুপদান তথা আওয়ামী লীগকে সুসংগঠিত সংগঠন হিসেবে জেলার ভেতর সবচেয়ে সেরা সংগঠন হিসেবে পরিনত করেছেন লালমোহন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। যার ফলে এ আসনের আওয়ামী লীগকে বাঁচাতে এমপি শাওনের বিকল্প কেবল এমপি শাওন নিজেই। দলীয় নেতাকর্মীদের এমন দাবী রক্ষায় এমপি শাওন পুনরায় সভাপতির দায়িত্ব নিতে পারেন বলে দলীয় ও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এটা কেবল তৃণমূলের নেতাকর্মীদের প্রাণের দাবী নয় সংগঠনকে বাচাতে উপজেলা আওয়ামী লীগের পদ পদবীধারী শীর্ষ নেতাদেরও প্রাণের দাবী। তাছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে অন্য কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় জননেতা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়কেই দায়িত্ব নেওয়ার জোড় দাবী করেন আওয়ামী লীগের তৃর্ণমূল থেকে শীর্ষ নেতৃবৃন্দ। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে এখন পর্যন্ত তিন জন প্রার্থী রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার ও আওয়ামী লীগ নেতা পৌর মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিনের নাম শোনা যাচ্ছে। এদিকে এখন পর্যন্ত পৌর আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক দক্ষ সংগঠক ক্লীন ইমেজধারী আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক আনম শাহজামাল দুলাল ও পৌর আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন ইকবালের নাম শোনা যাচ্ছে। তবে সবচেয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ নিয়ে। এ পদে তিন প্রার্থী হওয়ায় সর্বশেষ ডেলিকেট ভোটের ব্যবস্থা করার সম্ভাবনার বাতাস জোড়ালো হচ্ছে। সব মিলিয়ে আগামী মঙ্গলবারের সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে তৃণমূলের নেতাকর্মীদের প্রাণের দাবী রক্ষায় এমপি শাওন পুনরায় দায়িত্ব নেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হলেও সাধারণ সম্পাদক পদে শেষ অবধি ভোটাভুটির সম্ভাবনা রয়েছে।