ভোলার বাণীর শুরুর কিছু কথা
আজ চতুর্থ বছরে পদার্পণ করলো দৈনিক ভোলার বাণী। দীর্ঘজীবি হউক ভোলার বাণীর প্রাণ। এই কামনা মহান রাব্বুল আল আমিনের নিকট। ৩ বছর পূর্বে ভোলার তালুকদার ভবনে তৃতীয় তলার একটি ছোট্ট কক্ষে ভোলার আইকন সাংবাদিক নামে খ্যাত প্রবীণ সাংবাদিক এম এ তাহের, বাংলারকণ্ঠ’র সম্পাদক এম হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, মোবাশ্বির উল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, প্রেসক্লাবের সাবেক সম্পাদক সামসুল আলম মিঠু, ইনকিলাব প্রতিনিধি এম এ বারি, সাবেক প্রেসক্লাব সহ-সভাপতি এম ওমর ফারুক, এনটিভির প্রতিনিধি আফজাল হোসেন, নিউ নেশন পত্রিকার প্রতিনিধি আব্দুস সহিদ তালুকদার, আমিনুল ইসলাম মঞ্জু খান, মাসিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক আরিফুল ইসলাম রিয়াজ, ভোলার সংবাদ ডটকম-এর সম্পাদক ও প্রকাশক ফরহাদ হোসেন, দৈনিক ভোলার বানীর সম্পাদক এম. মাকসুদুর রহমানসহ আমি মোকাম্মেল হক মিলন এবং বিভিন্ন পত্রিকা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। সেদিন রাত ১১ টার পর পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলেই প্রেসে চলে গেলাম। সে এক অজানা বেকুলতা। প্রেস থেকে রাত ১ টার পর আমি অসুস্থ্য থাকায় বাড়ি চলে গেলাম। সম্পাদকসহ অন্যরা সারারাত কাটালেন প্রেসে। খুব সকালে শহরের দোকান ও অফিস আদালত এমনকি ৭ উপজেলার শহরেও পাঠিয়ে দেওয়া হলো পত্রিকা। ঘুম থেকে উঠে পত্রিকাটি হাতে পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানালাম। এই যে পথ চলার পর শুরু হলো আর থেমে নেই। মফস্বল শহর থেকে পত্রিকা বের করা সে কি ঝামেলা আর কঠিন বুঝাবো কেমন করে।
একদিকে অর্থ যোগান অন্যদিকে নতুন সংবাদ সংগ্রহ আর মফস্বল শহরের চাহিদা পূরণ করা খুবই কঠিন। তারপরেও নানান বিপত্তি পেরিয়ে ভোলার বাণী আজ চতুর্থ বর্ষে পা রেখেছে। সেজন্য অনেক অনেক শুকরিয়া। আগামীর পথচলা আর ভোলার মানুষের সুখ-দুঃখ তুলে ধরবে এই প্রত্যাশা। সরকারি-বেসরকারি দুভাবে ভোলার সমস্যাগুলো সমাধানে ভোলার বাণী কাজ করবে/তুলে ধরবে ? ভোলার বাণীর কাছে মানুষের চাওয়া নিয়মিত ভাবে লেখা হওয়া যাতে ভোলার সাথে বরিশাল স্থল সংযোগ স্থাপনে ভেদুরিয়া লাহারহাট পর্যন্ত দীর্ঘ ব্রীজ নির্মাণ, ভোলার নদী ভাঙ্গন রোধে পরিকল্পিত ভাবে ব্লক বাধের ব্যবস্থা করা, ভোলা সদর হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নিত করন ও ডাক্তার স্বল্পতা দুরিকরন এবং ভোলায় সরকারি ভাবে মেডিকেল কলেজ স্থাপন করা। সর্বোপরি গ্যাসভিত্তিক শিল্প-কলকারখানা স্থাপনসহ ভোলার মানুষের জন্য কর্ম সংস্থানমূলক ইন্ড্রাষ্ট্রি গড়ে তোলা। এসব পূরণে মাননীয় প্রধানমন্ত্রীসহ ভোলার গর্বের ধন ও অভিভাবক জননেতা সাবেক মন্ত্রী সাংসদ তোফায়েল আহমেদ সক্রীয় ভূমিকা রাখবেন এই প্রত্যাশা। ভোলার বাণী হোক অবহেলিত ভোলাবাসীর কণ্ঠস্বর, সমস্যা সমাধানে সমাজের দর্পন, আমিন।
মোকাম্মেল হক মিলন
৮০’র দশকের সাংবাদিক।