৮ হাজার ইয়াবাসহ চট্টগ্রামের সাবেক ইউপি সদস্য গ্রেফতার
চট্টগ্রামে সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আট হাজার ইয়াবা জব্দ করা হয়।
সোমবার মধ্যরাতে চট্টগ্রামের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার ইউপি সদস্যের নাম চন্দন ধর (৪৮)। তিনি চন্দনাইশ উপজেলার সদ্য বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের (বর্তমান দোহাজারী পৌরসভা) ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য। অন্য সহযোগীরা হলেন- একই উপজেলার আনোয়ার হোসেন আনুর ছেলে মো. শাহেদ (৩৩) ও আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মোর্শেদ (৩১)।
কোতোয়ালি থানার ওসি জানান, রাতে নগরীর স্টেশন রোড এলাকা থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকায় যাওয়ার পথে প্রথমে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে গ্রেফতার করা হয়।
পরে তাদের তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনা তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।