চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
জাতির জনকের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ২৫ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২০ সালের পুরো বছর ব্যাপি জন্মশত বার্ষিকী পালন করার জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রথমে জন্মবার্ষিকীর লিখিত পরিকল্পনাগুলো উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মীর মোঃ মুজাহিদুল ইসলাম।
অতঃপর জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক জন্মশত বার্ষিকী সম্পর্কে সার্বিক দিক বিস্তারিত আলোচনা করেন এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার করনীয় সম্পর্কে নির্দেশনামুলক বক্তব্য দেন। তিনি বলেন, ভোলা সরকারি স্কুল মাঠে ১০ ই জানুয়ারী থেকে কাউন্ট ডাউন মেশিন বসানো হবে যেখান থেকে ১৭ ই মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর দিন গননা করা হবে। তিনি আরো বলেন, এর মধ্যে সপ্তাহে অন্তত ৩ দিন জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমী সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কবিতা, গান, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অর্থাৎ হাজারো গঠনমূলক অনুষ্ঠানের মধ্যদিয়ে সারা বছর ব্যাপি জাতির জনকের জন্মশত বার্ষিকী উদযাপন করা হবে।
এ সময় জেলা প্রশাসক ভোলা জেলার সকল সরকারী দপ্তর প্রধানকে আগামী ৫ই ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কে কমপক্ষে ৩-৫টি কাজ জমা দেয়ার নির্দেশ প্রদান করেন যেখান থেকে বাছাই করে আগামী মাসের ২০ তারিখে প্রকাশিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে। পরিশেষে আগামী মাসের ১৯ তারিখ এ সম্পর্কে দ্বিতীয় সভা হবে বলে সভা সমাপ্তি ঘোষনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম মিজানুর রহমান , ভোলার প্রবীণ সাংবাদিক এম এ তাহেরসহ ভোলার প্রায় সকল দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।