সর্বশেষঃ

দৌলতখান উপজেলার ইউনিয়ন আ’লীগের সম্মেলন সম্পন্ন

আগামী ৩০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে ভোলার দৌলতখান উপজেলার ৯ টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। ঘোষনা করা হয়েছে আগামী ৩ বছরের জন্য দলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম। গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে ইউনিয়ন গুলোর ত্রি-বার্ষিক সম্মেলন। এসব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এছাড়াও দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহম্মেদ খাঁন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ বাবুল চৌধূরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফিজল ইসলাম ও অ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরণ তালুকদার, সাংগঠনিক সম্পাদক গোলাম নবী নবু ও জামাল মাস্টার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান টিপুসহ দলটির শীর্ষ নেত্রীবৃন্দ উপস্থিত থেকে এসব সম্মেলন সম্পন্ন করেন।
উপজেলার ৯ টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদক পদে ১ নং মদনপুর ইউনিয়নে আবু জাফর পন্ডিত ও হাজী মহাসীন, ২ নং মেদুয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জুর আলম ও মোস্তফা মিয়া, ৩ নং চরপাতা ইউনিয়নে কাজল তালুকদার ও সলেমান পাটোয়ারী, ৪ নং চরখলিফা ইউনিয়নে মোঃ শামীম হোসেন অমি চৌধূরী ও বশির হাওলাদার, ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নে এ.কে.এম আলতাফ হোসেন মাস্টার ও ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার, ৬ নং উত্তর জয়নগর ইউনিয়নে মোঃ সফিজল ইসলাম ও ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটন, ৭ নং সৈয়দপুর ইউনিয়নে আব্দুল মালেক মাস্টার ও সিরাজ তালুকদার, ৮ নং হাজীপুর ইউনিয়নে মোশারেফ হোসেন ও লুৎফর রহমান, ৯ নং ভবানীপুর ইউনিয়নে মোঃ মফিজুল ইসলাম ও এফ. এম খায়রুজ্জামান ফয়সাল নির্বাচিত হয়েছে।
দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর বলেন, দলের গঠনতন্ত্র মোতাবেক আমরা ৯ টি ইউনিয়নে সম্মেলন শেষ করেছি। এখন যারা নেতৃত্বে এসেছে তাদের দিয়ে দল আরও শক্তিশালী হবে আমার বিশ্বাস।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।