সর্বশেষঃ

বোরহানউদ্দিনে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিকের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে গাছ কাটতে গিয়ে বিদ্যুপিষ্ট হয়ে আব্দুল মজিদ নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে । আজ সোমবার সকাল ৯ টায় বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে চরগঙ্গাপুর বেড়ীবাধ সংলগ্ন ছাচাই বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আঃ ওহাব মাঝির ছেলে । স্থানীয়রা জানান ছাচাই বাড়ীতে ওই শ্রমিক একটি চাম্পপাবলী গাছের ডাল কাটতে উঠে এসময় গাছের ডালে ভেজা রশি মাড়লে পাশে থাকা বিদ্যুৎ লাইনের ১১ হাজার হাই ভোল্টেজ এর তারের উপরে পরে এতে বিদ্যুৎপিষ্ট হয়ে ্ওই শ্রমিকের বাম হাত টি পুড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এব্যাপাওর বোরহানউদ্দিন পল্লী বিদ্যুৎ অফিসের লাইন ম্যান আসাদুজ্জামান জানান, কোন প্রকার আবেদন ছাড়াই গতকাল তারা অন্য একটা গাছ কাটতে গেলে গাছ পরে বিদ্যুতের তিনটি সচল লাইনের দুটি লাইন ছিড়ে যায় । আমরা খবর পেয়ে তাৎক্ষনিক লাইন বন্ধ করে সংযোগ বিছিন্ন করে রাখি । তবে যে লাইনটি ছেড়া ছিলো আমরা গতকাল তাদেরকে গাছ কাটতে নিষেধ করে আসছি তারপরও আমাদের নিষেধ অমান্য করে না জানিয়ে গাছ কাটতে গেলে আজ এমন ঘটনা ঘটে । ওই ওয়ার্ডের মেম্বার সেলিম সিকদার জানান, ঘটনা শুনে আমি তাৎক্ষণিকভাবে ঘটনা¯’লে ছুটে যাই নিহত ব্যক্তির মৃত্যু নিয়ে কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় তার পরিবার দাফনের জন্য লাশ নিয়ে যায়

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।