গুলিস্তানে নকল ব্যাটারি তৈরির কারখানার সন্ধান, অভিযান চলছে

রাজধানীর গুলিস্তানে হল মার্কেটের নবম তলায় একটি নকল ব্যাটারি তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।আজ সোমবার দুপুরে এ অভিযান শুরু হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলিস্তানের হল মার্কেটের নবম তলায় একটি নকল ব্যাটারি তৈরির কারখানায় অভিযান চালানো হচ্ছে। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হচ্ছে।
অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান মাসুদুর রহমান