সর্বশেষঃ

বিটিআরসি’কে ২ হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ

তিন মাসের মধ্যে বিটিআরসি’কে দুই হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

রবিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। ৯০দিনের মধ্যে গ্রামীন ফোন এই টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে, টাকা পরিশোধের উপর হাইকোর্টের দেয়া পূর্বের স্থগিতাদেশ বাতিল হয়ে যাবে। সে ক্ষেত্রে পুরো সাড়ে ১২ হাজার কোটি টাকাই পরিশোধ করতে হবে তাদের। আর আপিল বিভাগের আজকের আদেশ অনুযায়ী, যদি তারা ২০০০ কোটি টাকা পরিশোধ করে সে ক্ষেত্রে বিটিআরসি’র পাওনা বাকি সাড়ে দশ হাজার কোটি টাকার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেবে আপিল বিভাগ।

আজকের আদেশে বিটিআরসি সন্তোষ প্রকাশ করলেও, গ্রামীন ফোন এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন জানিয়েছে তাদের আইনজীবী।

গেল ১৭ ই অক্টোবর বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজিবের হাইকোর্ট বেঞ্চ, গ্রামীণফোনের কাছে বিটিআরসির প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা দাবি আদায়ের ওপর দু’মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। পরে ওই নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে বিটিআরসি।

গেল ১৭ ই অক্টোবর বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজিবের হাইকোর্ট বেঞ্চ, গ্রামীণফোনের কাছে বিটিআরসির প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা দাবি আদায়ের ওপর দু’মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। পরে ওই নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে বিটিআরসি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।