ভোলায় মাকে পেটালেন পাষণ্ড ছেলে
ভোলায় আপন গর্ভধারনী মা আয়েশা ছিদ্দিকা কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক পাষন্ড ছেলের বিরুদ্ধে।
বর্তমানে বৃদ্ধা আয়শা সিদ্দিকা ভোলা সদর হাসপাতালে মহিলা সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার বিকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নবীপুর গ্রামে মৃত মফিজুল ইসলাম এর বাড়ীতে এই ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আয়শা সিদ্দিকা বলেন আমার তিন ছেলের এক ছেলে সেনাবাহিনী আরেক ছেলে অসুস্থ্য আর ছোট ছেলে আলামিন ঔষুধ কোম্পানিতে চাকুরী করে।
আমি অসুস্থ্য জহিরুল ইসলাম এর পক্ষে কথা বললেই দোষ, আলামিন বলে জমিজমা নাকি সব তার এই জন্য আমাকে বাড়ী থেকে বের করে দিতে চাই আমি বের না হওয়ায় আমার ছেলে আলামিন এবং নাতি মিরাজ এসে আমাকে পিটায় এর পরে কান্নার জন্য আর কিছু বলতে পারেননি হতভাগা মা।
অসুস্থ্য জহিরুল বলেন মায়ের সাথে আমাকে এবং আমার স্ত্রী কে ও মেরেছে ছোট ভাই আলামিন।
মায়ের আনা অভিযোগ অস্বীকার করে আলামিন বলেন আমি ধাক্কা দিয়েছি কিন্তু মারধর করিনি।
ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।