ফায়ার সার্ভিসের গাড়ী ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তজুমদ্দিনে নিহত-১
ভোলার তজুমদ্দিন-টু-কুঞ্জেরহাট সড়কে ফায়ার সার্ভিসের গাড়ী ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হোন্ডারোহী একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। আহতকে প্রথমে তজুমদ্দিন পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ভোলা মর্গে পাঠিয়েছে। থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
হাসপাতাল, থানা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শুক্রবার ভোরে তজুমদ্দিন-টু-কুঞ্জেরহাট সড়কের বাবড়ি মসজিদ এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ী ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হোন্ডারোহী ভোলার বাপ্তা ইউনিয়নের মৃত আব্দুল লতিফের ছেলে মোঃ জাকির (৪০) নিহত হয়। একই ঠিকানার রতন খলিফার ছেলে শামিম (৩০) গুরুতর আহত হয়। তারা তজুমদ্দিনে মডেল মসজিদ নির্মাণ কাজে নিয়োজিত ছিলো। পরে ফায়ার সার্ভিসের অপর একটি গাড়ী দুইজনকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতলের মেডিকেল অফিসার ডা. হাসান শরীফ জানান, ফায়ার সার্ভিস কর্মিরা সকাল ৭টা ৫মিনিটে দুইজনকে হাসপাতালে নিয়ে আসে। জাকিরকে মৃত অবস্থায় পাওয়া গেছে আর শামিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা রেফার করা হয়েছে। তজুমদ্দিন ফায়ার ষ্টিশন লিডার মোঃ কামাল হোসেন জানান, নিয়মিত রোড টেস্টোর অংশ হিসাবে ভোরে ফায়ার সার্ভিসের গাড়ী বের হয়েছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
তজুমদ্দিন থানার অফিসার ইনজার্চ ফারুক আহম্মদ জানান, ফায়ার সার্ভিসের গাড়ীর সাথে দূর্ঘটনায় নিহত একজনের লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে পোষ্টমর্টেমের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। ছবি-৭।