সর্বশেষঃ

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ভোলা-ঢাকা রুটে চালু হচ্ছে গ্রিন লাইন ওয়াটার বাস

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ভোলা-ঢাকা রুটে চালু হচ্ছে গ্রিন লাইন ভলভো ওয়াটার বাস। বৃহস্পতিবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় গ্রিন লাইন কর্তৃপক্ষ। এতে ভোলাবাসীর মাঝে আনন্দের বন্যা বেইছে।

গ্রিন লাইন পরিবহনের মালিক মো. আলাউদ্দিন জানান, ২৫ নভেম্বর থেকে এই রুটে অত্যাধুনিক ওয়াটার বাস সেবা চালু হচ্ছে। ওই দিন দুপুর দেড়টায় ভোলা থেকে ঢাকার উদ্দেশ প্রথম বাহনটি ছেড়ে আসবে। পরদিন থেকে প্রতিদিন সকাল ৭টায় ঢাকা ছেড়ে যাবে ওয়াটার বাস। উল্টো দিকে ছাড়বে প্রতিদিন দুপুর দেড়টায়।

আরও জানানো হয়, ওয়াটার বাসের উপরতলার ভাড়া সিট প্রতি ১ হাজার টাকা। নিচতলার ভাড়া ৭শ’ টাকা। দেশের সড়ক পরিবহন খাতের অন্যতম প্রতিষ্ঠান গ্রিন লাইন এর আগে ঢাকা-বরিশাল রুটে ভলভো ওয়াটার বাস চালু করে। এর সঙ্গে নতুন করে যুক্ত হলে ভোলা-ঢাকা রুট।

ভোলা অফিস : কালিনাথ রায়ের বাজার (হোমিও কলেজ মোড়), ভোলা। মোবাইল : ০১৩০৯-০০৮৪১৯, ০১৭৭০-২২১২৯২।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।