সর্বশেষঃ

লালমোহনে লবন এর দর বৃদ্ধি নিয়ে গুজব ।। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

ভোলার লালমোহনে হঠাৎ গুজব উঠে লবনের দাম বেড়ে গেছে আরও বৃদ্ধি পাবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এমন গুজবে লালমোহন বাজারের কতিপয় অসাধু ব্যবসায়ী লবনের দাম ক্রয়মূল্যের চেয়ে তিন চার গুন বেশি দামে বিক্রি করতে থাকে।

বিকালে লালমোহনের মধ্যবাজরের মুদি দোকানগুলোতে লবন ক্রয়ের জন্য পাবলিকের লাইন পরে যায়। ক্রেতার থেকে ব্যবসায়ীরা খোলা লবন প্রতি কেজি ৩৫/৪৫ টাকা, প্যাকেট লবন ৭৫/৮৫ টাকা পর্যন্ত বিক্রি করে। খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে লবনের দাম বৃদ্ধির সত্যতা পেয়ে মেমার্স জিহাদ ষ্টোর কে ৩০০০ টাকা, মেসার্স জান্নত ষ্টোরকে ৩০০০ টাকা, মেসার্স রাধিয়া ষ্টোরকে ৫০০০ টাকা এবং মা ষ্টোরকে ৫০০০ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মেতাবেক ৪ দোকানদারের নগদ ১৬০০০ টাকা জরিমানা করেন।

এছাড়া লালমোহন বাজারের জেনুইন ফামের্সীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মেতাবেক ৩০০০ টাকা জরিমানা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।