তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
টুটুল স্মৃতি ফুটবল লীগ
প্রথম সেমিতে হাড্ডা হাড্ডি লড়াই ॥ জয়ী বাপ্তা স্পোর্টিং ক্লাব
ভোলায় জমজমাট টুটুল স্মৃতি ফুটবল লীগ। প্রতিদিনই গ্যালারি ভর্তি ফুটবল প্রেমী সারি সারি দর্শক খেলা উপভোগ করছেন। উৎসবমুখর পরিবেশে প্রতিটি খেলায় যেন ভিন্ন রকম আনন্দ উপভোগ করছেন ফটুবলপ্রেমী দর্শকরা। ১৯ নভেম্বর মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল সৈকত প্রতিভা বনাম বাপ্তা স্পোটিং ক্লাব। হাই ভোল্টেজ এ ম্যাচের পুরোটা সময় ছিল উওেজনায় ভরপুর। এ যেন শেয়ানে শেয়ানে লড়াই। ৮০ মিনিটের খেলা শেষে ১-১ গোলে ড্র করে করে দু’দল। পরবর্তিতে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্্রাইবেকারে ৬-৫ গোলে জয় পেয়ে ফাইনালের টিকেট পায় বাপ্তা স্পোটিং ক্লাব। আজ ২০ নভেম্বর ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে সামসুদ্দিন স্মৃতি সংঘ বনাম শিশির মেমোরিয়াল ক্লাব।