ভোলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন নবীন
দৌলতখানে লবণ কান্ডে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ভোলার দৌলতখান উপজেলায় নির্ধারিত মূল্যের বেশি দামে লবণ বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকাল ৫টা থেকে সন্ধা সাড়ে ৭ টা পর্যন্ত দৌলতখান বাজার এবং মেয়ারহাট ও নুরু মেয়ারহাট বাজারে এ অভিযান চলে।অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ। এ সময় অভিযানকে সাহায্য করেন দৌলতখান থানার (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন আজ সন্ধ্যার পর থেকে দৌলতখান বাজার সহ আশপাশের কয়েকটি বাজারে লবণের মূল্যবৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে । এ সুযোগে কয়েকজন অসাধু ব্যবসায়ী কয়েক গুণ বেশি দামে লবণ বিক্রি শুরু করেন। প্রতি কেজি ৩০-৩৫ টাকার লবণ ৪০ থেকে ১০০ টাকায় বিক্রি করেছেন। খবর পেয়ে সন্ধার পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে জরিমানা করা হয়। এ সময় লবণ পরিবহন করায় দৌলতখান বাজারের মা স্টোর থেকে প্রায় ২০০ কেজি লবণ জব্দ করে দোকানটি সিলগালা করে দেওয়া হয়। এদিকে নির্ধারিত মূল্যের বেশী দামে লবন বিক্রি করলে প্রশাসনকে জানানোর আহবান জানিয়ে মাইকিং করা হয়েছে।