সর্বশেষঃ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম রানার আপ হলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ঢাকায় অনুষ্ঠিত পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশনের উন্নয়ন মেলা ২০১৯ এ অংশ গ্রহন করে সেরা ষ্টল হিসাবে প্রথম রানার আপ এর পুরস্কারে অর্জন করেছে। সোমবার পুরস্কার বিতরন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। সংস্থার পক্ষে পুরস্কার গ্রহন করেন নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাতদিন ব্যাপি এ মোলা অনুষ্ঠিত চলছে।
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য যোগাযোগ প্রযুক্তি ডাক ও টেলিযোগাযোগ প্রতি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিুন নাহার প্রমূখ। মেলায় ১২৫টি প্রতিষ্ঠানের ১৯০টি ষ্টলের মধ্যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা সেরাষ্টল হিসাবে প্রথম রানার আপ এর পুরস্কারে ভুষিত হন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।