জনস্বার্থে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করার নির্দেশ হাইকোর্টের
পেঁয়াজ নিয়ে কারসাজি : আড়াই হাজার ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা
পেঁয়াজ নিয়ে কারসাজি করায় এ পর্যন্ত দুই হাজার ৫০০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন।
তিনি বলেন, পেঁয়াজ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের তদারকি অব্যাহত রয়েছে। এদিকে আড়াই হাজার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাণিজ্য সচিব আরো বলেন, এস আলম গ্রুপের পেঁয়াজের প্রথম চালান আগামীকাল কার্গো বিমানে করে বাংলাদেশে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এলসি খুলে সমুদ্রপথে বিদেশ থেকে পেঁয়াজ আনতে দেড় মাসের মত সময় লেগে যাচ্ছে। উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজের চালান এখন বাংলাদেশের পথে সাগরে রয়েছে ।
দ্রুত পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করতে চাই, এই সমস্ত উদ্যোগ গ্রহণের ফলে দ্রুত পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে।