কোষ্টগার্ড দক্ষিণ জোন কর্তৃক ৩ লাখ টাকার জাটকা জব্ধ

দেশের সম্পদ রক্ষায় প্রতিনিয়ত-ই ভূমিকা রাখছে বাংলাদেশ কোষ্টগার্ড বাহিনী। এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রাতে দক্ষিণ জোন ভোলা গোপন সংবাদের ভিত্তিতে একটি দল বরিশালের মেহেন্দিগঞ্জ থানার শ্রীপুর এলাকায় অভিযান চালায়। এসময় ঢাকাগামী এমভি জাহিদ-৩, এমভি সাব্বির-৩ এবং ভেদুরিয়া এলাকা থেকে লাহারহাটগামী ফেরী দোলনচাপায় তল্লাশী করে ৮শ ৮০ কেটি জাটকা জব্ধ করা হয়। যার আনুমানিক মুল্য ৩ লাখা ৮ হাজার টাকা। পরবর্তীতে জব্ধকৃত জাটকা মৎস কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মাদরাসা ও এতিমখানা এবং গরীব-দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।

কোষ্টগার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমনে ও জাটকা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোষ্টগার্ড দক্ষিণ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা) লেঃ বিএন মাহাবুবুল আলম শাকিল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।