বরিশাল আদালতে নারী সেরেস্তাদারের ঘুষ চাওয়ার ভিডিও নিয়ে তোলপাড়
ছবি: সংগৃহীত।
‘নকল নেবেন, টাহা দেবেন; কাগজ নেবেন, টাহা দেবেন। টাহা দেবেন না, কাগজ পাবেন না। আপনের লগে কোনো কথা নাই।’
বরিশাল জজ আদালতের সেরেস্তাদার এক নারীর এমন বক্তব্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় বরিশালজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ওই নারীর নাম রেখা। তিনি বরিশাল জজ আদালতে সেরেস্তাদার পদে কর্মরত আছেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একজন ব্যক্তি নকল উঠাতে বরিশাল জজ আদালতে গিয়েছেন। সেখানে দায়িত্বরত নারী সেরেস্তাদার তার কাছে এক হাজার টাকা দাবি করেন। তখন ওই ব্যক্তি বলেন, ‘আমি নিয়ম অনুযায়ী টাকা দিয়ে আবেদন করেছি। আপনাকে কেন এক হাজার টাকা দেবো?’
তবে এর কোনো সদুত্তর ওই নারী না দিয়ে নকল উঠাতে আসা ব্যক্তিকে বলেন, ‘আপনে উকিল-মুহুরি লইয়া আহেন। আপনার লগে কোনো কথা নাই।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।
আহাসান ইমরান নামে একজন ওই ভিডিওর নিচে মন্তব্য লেখেন, ‘এদের এইভাবে পাকড়াও করে ভাইরাল করা উচিত। এতে যদি কিছু প্রাণনাশী ভাইরাস থেকে সমাজ মুক্তি পায় তবে তাই শ্রেয়।’
জুবায়ের মাসুম খান নামে একজন মন্তব্য করেন, ‘টাঙ্গাইল জজ কোর্টেও একই অবস্থা। কেরানিরা এইভাবে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকা রোজগার করে। ভয় দেখাইলে বলে, জজ সাহেবরা জানে। এসব দেখার কেউ নাই।’
আসাদুল ইসলাম আসাদ নামে একজন ওই ভিডিওর নিচে মন্তব্য করেছেন, ‘দেশের প্রায় সবাই একই বাতিঘরের লোক। কেউ বাতি বন্ধ করে খায় আর কেউ জ্বালিয়ে খায়। এজন্য দেশ আজ রসাতলে।’