তজুমদ্দিনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পেঁয়াজ কেজি প্রতি কমল ৭০ টাকা
ভোলার তজুমদ্দিনে উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলাম বাজার মনিটরিং করার পর পেঁয়াজের দাম ২৫০ টাকা থেকে কমে ১৮০ টাকায় নেমেছে। পেঁয়াজ, রসুন, আদা সহ নিত্য প্রয়োজনীয় মালামাল বেশী দামে বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের তিনি সতর্ক করেন। স্থানীয় ক্রেতারা জানান, শনিবার সকালে উপজেলা সদরের ব্যবসায়ীরা কেজি ২৪০ থেকে ২৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছিল। দুপুরে ইউএনও বাজার মনিটরিংয়ে নামলে ব্যবসায়ীরা ১৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলাম জানান- পেঁয়াজ, আদা সহ কিছু কিছু পণ্য নিয়ে ব্যবসায়ীরা মাজে মধ্যে কৃত্তিম সংকট তৈরী করে বাজার দর বাড়িয়ে দেয়। দেশের প্রতিটি এলাকায় নিয়মিত বাজার মনিটরিং করলে ব্যবসায়ীদের কারসাজি ধরা পড়বে। বাজার মনিটরিংয়ের সময় ইউএনও র সাথে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাসুমবিল্লাহ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম তালুকদার, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, উপজেলা ক্রিড়া সংস্থা সম্পাদক তুহিন তালুকদার প্রমূখ।