তরুণরাই পারে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে-জেলা প্রশাসক

তরুনরাই পারবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে। এ জন্য প্রকৃত শিক্ষা নিয়ে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে । খুব শিগগিরই ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু হবে। সেতুটি নির্মিত হলে ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা। ভোলায় গ্যাসভিত্তিক শিল্প-কারখানা গড়ে উঠবে। সেখানে হাজার হ্জাার মানুষের কর্মসংস্থান হবে । আজ বৃহস্পতিবার(১৪ নভেম্বর) ভোলার দৌলতখান মহিলা কলেজে জেলা তথ্য অফিসের আয়োজনে শিক্ষার গুনগত মানউন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা সংবাদ পরিবেশন ও লাইক করা অপরাধ। তাই ফেসবুক ব্যবহারে সবাইকে সতর্ক থাকতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ’র সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মনিরুল ইসলাম’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন, দৌলতখান থানার অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান, অধ্যক্ষ জাবির হাসনাইন জাকির। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, উপজেলা পরিষদের ভাইস মোঃ ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, পৌর কাউন্সিলর নুরুলইসলামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।