লালমোহন পৌরসভার বিজয়ী মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহন
ভোলার লালমোহন পৌরসভার নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরগণ শপথ নিলেন। ১৩ নভেম্বর বুধবার সকাল ১১ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করার বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
গত ১৪ অক্টোবর লালমোহন পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং ৩০ অক্টোবর নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশিত হয়। পৌরসভার মোট ভোটার সংখ্যা ছিল উনিশ হাজার একশত জন। তারমধ্যে সম্পূর্ণ ইভিএম পদ্বতিতে ভোট প্রদান করেন তের হাজার ছয়শত ছাব্বিশ জন।
নির্বাচিত প্রার্থীগণ যারা শপথ নিলেন তারা হলেন মেয়র হিসাবে হাজী এমদাদুল ইসলাম তুহিন। ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ অহিদুর রহমান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাসুম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হোসেন হাওলাদার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহ জাহেদুল ইসলাম নবীন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল কবির, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন হিরন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজ মাতাব্বর, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরিদ উদ্দিন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন। সংরক্ষিত মহিলা আসনে ১,২,৩ এ জান্নতুল ফেরদাউস, ৪,৫,৬ এ লুৎফা বেগম, ৭,৮,৯ এ দুলি বেগম, ১০,১১,১২ এ ফেরদাউস বেগম।
এদিকে লালমোহন পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন করায় অভিনন্দন জানিয়েছেন লালমোহন এর বিভিন্ন পেশাজীবী সংগঠন।