ভোলার বিভিন্ন দাবী নিয়ে চট্টগ্রামস্থ ভোলা জেলা ছাত্র ফেরামের সংবাদ সম্মেলন
ইলিশবোঝাই ট্রাক খাদে, নিহত ২

কুমিল্লায় ইলিশবোঝাই একটি ট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।
বুধবার ভোর সোয়া ৫ টায় উপজেলার ৭নম্বর মোকাম ইউনিয়নের কোরপাই-পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোরপাই এলাকায় একটি মাছ ভর্তি মিনি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় মাছের চালানদার ও হেলপার নিহত হয়। নিহত দুই ব্যক্তির মরদেহ ও দুর্ঘটনা কবলিত মিনি ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ।
দুর্ঘটনার পর, ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাকটিতে কক্সবাজার থেকে ঢাকায় মাছ নিয়ে যাচ্ছিল বলে জানায় পুলিশ।