ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর সেই ভুয়া ডাক্তার জসিমের ফার্মেসীতে অভিযান

ভোলার রাজাপুরের সেই ভুয়া ডাক্তার জসিমের বিরুদ্ধে ভোলার বহুল প্রচারিত দৈনিক ভোলার বাণীতে ‘রাজাপুরে মানবিক বিভাগ থেকে পাশ করেও তিনি বিশেষজ্ঞ ডাক্তার ‘এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে মঙ্গলবার দুপুরে ভোলার ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান নেতৃত্ব বাজার মনিটরিং এর সময় রাজাপুরের সালমা ফার্মেসীর ডাক্তার জশিম মানবিক বিভাগ থেকে এসএসসি পাশ করে ডাক্তারী করেন তার কোন সনদ নেই বলে তাকে ভুয়া ডাক্তার সনাক্ত করে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন এবং ভুয়া চিকিৎসা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

পূনরায় যদি এই প্রতারণা চালিয়ে যায় তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৫৫ ধারায় ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন ভুয়া ডাক্তার সনাক্ত করে জসিমের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পূনরায় ভুয়া ডাক্তারী চালিয়ে গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ ৫৫ ধারায় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান মানুষ কে আরো সচেতন হওয়ার আহ্বান করেন তিনি।
এই সময় আবুল কালাম ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ থাকায় তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।