লালমোহনে বুলবুলে ক্ষতিগ্রদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ
ভোলার লালমোহন উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত ৫৪ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল করে ঢেউ টিন ও নগদ ৬ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে টিন ও নগদ অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি।
এর আগে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণ করা হয়। এছাড়াও ঘূর্ণিঝড় বুলবুলে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবী প্রমুখ।