সর্বশেষঃ

ভোলার উত্তর দিঘলদী থেকে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

ভোলার সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশক্রমে মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এসআই শান্তুনু দেবনাথের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে গত ৯ নভেম্বর শনিবার দিবাগত রাত ১০ টা ৩০ মিনিটে ভোলা সদর মডেল থানাধীন উত্তর দিঘলদি ইউনিয়নের জয়গুপি ৭নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ মামুন (৩৮) ও মো: জিলন (৩৩) কে ১০০ (একশত) পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। তাৎক্ষণিক খবর পেয়ে ডিবির ওসি জনাব শহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন।
এ বিয়ে জানতে চাইলে এসআই শান্তুনু জানান, ভোলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশ ক্রমে অব্যাহত রয়েছে মাদক বিরোধী অভিযান। মাদক নির্মূল করতে হলে সর্বপ্রথম প্রয়োজন সবার সহযোগিতা, সর্বমহলে সহযোগিতা না পেলে পুলিশের পক্ষে কখনোই মাদক নির্মূল করা সম্ভব হবে না। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মামুন ও মো: জিলনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।