নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৫, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় তুর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঘটা এ দুর্ঘটনায় আহতের সংখ্যা অর্ধশতাধিক।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এ তথ্য নিশ্চিত করে বলেন, “তুর্ণা নিশীথা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আর উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। সেসময় এ দুর্ঘটনা ঘটে।” সিগন্যাল না মানায় এই দুর্ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দু’টি রিলিফ ক্রেন এ ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে।