ভোলায় ডুবন্ত ট্রলার থেকে আরো ৩ জেলের লাশ উদ্ধার
ভোলার মেঘনায় ঘূর্ণিঝড় বুলবুল এর আঘাতে চাঁদপুর থেকে চরফ্যাশনগামী আম্মাজান -৫ ট্রলার ডুবির ঘটনায় সোমবার রাত ৮ টায় আরো ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
এই পর্যন্ত ৪ জেলের লাশ উদ্ধার ও ১৩ জন কে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখনো ৭ জেলে নিখোঁজ রয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে এবং আরো লাশ ভিতরে থাকতে পারে এমন আশংকা থাকায় এখন ও উদ্ধার কাজ চলমান রয়েছে।
নিহত জেলের স্বজন আবদুল কাদের জানান, সকলের বাড়ী ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহ পুর ও নুরাবাদ ইউনিয়নের।
উল্লেখ গতকাল রবিবার দুপুরে ভোলার রাজাপুরের মেঘনানদীতে আম্মাজান -৫ নামের একটি বোট ২৪ জেলে নিয়ে ডুবে যায়।