ভোলায় ঘূর্ণিঝড় বুলবুল তোপে নিঃস্ব কৃষকের পরিবার
ঘূর্ণিঝড় বুলবুল ক্ষয়ক্ষতির সংখ্যা তেমন বেশি না হলেও দুই একটি দূর্ঘটনা হৃদয়বিদারক।
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এক দিনমজুরের স্বপ্নের শেষ সম্বলটুকু তসনস করে দিয়েছে মহা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় বুলবুল কেড়ে নিল মাথা গুজাবার ঘরটি।
মুহূর্তের বাতাসে চোখের সামনে লন্ডভন্ড করে দিয়েছে ৬নং ওয়ার্ড নিবাসী আঃ লতিফ তেলীর দুই পুত্র মাঈনুদ্দীন তেলী এবং শাজাহান তেলীর বসতঘর।
সুন্দর ভাবেই চলছিল তাদের সাজানো সংসার। কিন্তু বুলবুল নামের ঘূর্ণিঝড় কেড়ে নিল সব।
এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান গিয়াসউদ্দিন এর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত পরিবার জানান জেলা প্রশাসকের পক্ষে থেকে যেন তাদের কে একটু সহযোগিতা করা হয় এই অনুরোধ করেন তারা।