ভোলায় বিনামূল্যে ৩১ জন নারী প্রশিক্ষাণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বুলবুল আতঙ্কে মায়ের কোল জুড়ে এলো ‘বুলবুলি’
পটুয়াখালী উপকূলীয় অঞ্চল মানুষ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আতঙ্কে। জানমাল নিয়ে যে যার মতো ছোটাছুটি করছে। ঠিক তখনই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনে মা হুমায়রা বেগমের কোলজুড়ে শনিবার দুপুরে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান । তাই আবাসনের সবাই মিলে কন্যা সন্তানের নাম রাখলেন ঘূর্ণিঝড় বুলবুলের সঙ্গে মিলিয়ে বুলবুলি আক্তার বন্যা। মা-মেয়ে দুজনই সুস্থ আছে। বুলবুলির বাবা আবুল কালাম পেশায় একজন ডেকোরেটর শ্রমিক।
পটুয়াখালীর দুর্গম এলাকার ৬৮৯টি আশ্রয় কেন্দ্রে মোট ৪ লাখ ৫৯ হাজার ৮৬৭ মানুষ আশ্রয় নেয়।