ভোলায় পুস্টি নিরাপত্তায় মডেল গ্রাম গড়তে কৃষকদের প্রশিক্ষণ ও চারা বিতরণ
ভোলার রাজাপুরের বিচ্ছিন্ন এলাকায় ডাইয়া আশ্রয় কেন্দ্রে শুঁকনো খাবার বিতরণ
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন এলাকা ডাইয়া আশ্রয় কেন্দ্রে শুঁকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান খান ও উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আশ্রয় কেন্দ্রের অবস্থানরত মানুষের মাঝে এই খাবার বিতরণ করেন।
রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এই গ্রামটি বিচ্ছিন্ন এলাকা, আমরা সকাল থেকে নদীর কুলে চরের মাঝে একটি গুচ্ছগ্রাম রয়েছে তাদের আমরা ট্রলার দিয়ে আশ্রয় কেন্দ্রে এনে শুঁকনো খাবার দিয়েছি এবং রান্নার করার জন্য সকল সামগ্রী এনেছি, রান্না চলছে যারা আশ্রয় কেন্দ্রে থাকবে তাদের থাকা খাওয়ার সকল ব্যবস্থা আমরা করবো।