স্কুলে যাওয়ার পথে লাশ হলো রিতু
পটুয়াখালীর বাউফলে স্কুলে যাওয়ার পথে অটোরিকশার নিচে চাপা পরে রিতু রানী (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাবুপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিতু রানী উপজেলার সাবুপুরা গ্রাম এলাকার সুকুমার ব্যাপারীর মেয়ে এবং সাবুপুরা আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে একটি অটোরিকশা রিতুকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই সড়ক দুর্ঘটনায় আহত ওই ছাত্রী মারা গেছে।