বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ‘পিটিয়ে হত্যা’
ওনা টাকা চাওয়ায় রাজশাহীর বাগমারা উপজেলায় কফিল শাহ (৫৫) নামের এক মুদির দোকানীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
এদিকে ব্যবসায়ী নিহতের ঘটনায় ওইদিন রাতেই নিহত কফিলের ছেলে সেজ্জাক আলী বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত কফিল শাহ বীরকুৎসা রাজবাড়ি বাজারে মুদির দোকানের পাশাপাশি বোতলে পেট্রোল বিক্রি করেন। একই গ্রামের রমজান আলীর ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক ফেরদৌস (৩২) বাকিতে পেট্রোল নেন। গতকাল সন্ধ্যায় তার দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন ফেরদৌস। তখন ব্যবসায়ী কফিল তার কাছ থেকে আগের পাওনা টাকা চান। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এমন সময় ফেরদৌসের ভাই মিঠু ঘটনাস্থলে আসেন। তারা উভয়ে দোকানী কফিল শাহকে দোকান থেকে বের করে মারপিট করতে থাকেন। একপর্যায়ে কফিল শাহকে তারা পাকা রাস্তায় ফেলে দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকেন। এতে তার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রাতেই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আসামি করে নিহতের ছেলে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’