দেশের মাটিতে খোকার প্রথম জানাজা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশের মাটিতে প্রথম এই জানাজা সম্পন্ন হয়।

দক্ষিণ প্লাজার জানাজায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সর্ব সাধরণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১২ টায় তার মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে।

সাদেক হোসেন খোকার দুই ছেলে ইশরাক হোসেন ও ইসহাক হোসেন ছাড়াও সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির নতুন মহাসচিব হয়েছেন মশিউর আলম রাঙ্গা, জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ খোকার জানাজা নামাজে উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page