টাকার জন্য শিশুকে নগ্ন করে নির্যাতন, তীব্র নিন্দা মানবাধিকার কমিশনের

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে এতিম শিশু জিসানকে নগ্ন করে বর্বর নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

আজ বৃহস্পতিবার কমিশনের দেওয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিশু জিসানকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার তার চাচা স্বপন মিয়াসহ অন্যান্য দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার কমিশন। একই সঙ্গে এই মামলার অগ্রগতি প্রতিষ্ঠানটি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামে ছয় বছরের এতিম শিশু জিসানকে নগ্ন করে পেটান তার চাচা স্বপন। পেটানোর সেই ভিডিও মোবাইলে ধারণ করে প্রবাসী মায়ের কাছে পাঠিয়ে টাকা দাবি করেন তিনি। এ ঘটনায় গতকাল বুধবার অভিযান চালিয়ে জিসানের চাচাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার দৈনিক আমাদের সময় অনলাইনে ‘শিশুকে নগ্ন করে নির্যাতন, প্রবাসী মাকে ভিডিও পাঠিয়ে টাকা চাইতেন চাচা’ শিরোনামে খবর প্রচার করা হলে বিষয়টি ব্যাপক আলোচিত হয়। এরপর থেকে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page