বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
৭ বছর পর তাহসানের উপলব্ধি
একই এলাকায় বেড়ে ওঠা, এরপর প্রেম। কিন্তু সেই প্রেমে বাধা হয়ে দাঁড়ায় পরিবার। অবশেষে ছিড়ে যায় প্রেমের বাঁধন। দুজনের রাস্তা হয়ে যায় আলাদা। এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে তাহসান ও মেহজাবীন চৌধুরীর নতুন নাটক। নাম ‘মেঘ মিলন’। দয়াল সাহার রচনায় এটি নির্মাণ করেছেন সাগর জাহান।
নির্মাতা বলেন, ‘পরিবার ও মা-বাবা যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা দেখা যাবে এই নাটকে। প্রথমে প্রেম তারপর বিদেশে গিয়ে নানা ধরনের ঝামেলায় জড়িয়ে পড়ে প্রেমিক-প্রেমিকা। অবশেষে সাত বছর তাদের দেখা হয়, তখন নতুন কিছু উপলব্ধি হবে তাদের।’
তিনি আরও বলেন, ‘এখন তো নিজেদের একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে নতুনদের সুযোগ দিতে চাই। তাই দ্বিতীয়বারের মতো তরুণ নাট্যকারকে নিয়ে কাজ করলাম। দয়াল সাহার গল্পটিও চমৎকার।’
জানা গেছে, দুই পরিবারের গল্প নিয়ে নির্মিত হওয়া ‘মেঘ মিলন’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভিতে প্রচারিত হবে।