চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন
লালমোহনে যৌতুক লোভী বিয়ে পাগল স্বামী পলাতক
ভোলার লালমোহনে যৌতুকের জন্য স্ত্রীর উপর নির্মম নির্যাতনকারী বিয়ে পাগল স্বামীর তিন বছরের সশ্রম কারাদ- দিয়েছেন বিজ্ঞ আদালত। মামলার পরপরই দুরন্দর স্বামী হুমায়ুন কবির পলাতক রয়েছেন। সাজার সংবাদ পেয়ে একসময়ে প্রবাসে থাকা হুমায়ুন কবির পুনরায় বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
মামলার বাদী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মফিজ উদ্দিন হাওলাদার বাড়ীর হাসানুজ্জামানের ছেলে হুমায়ুন কবিরের সাথে বোরহান উদ্দিন উপজেলার কাচিয়া ২নং ওয়ার্ডের ইয়াছিন মিয়ার কন্যা সালমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পূর্বের বিয়ে গোপনকরা স্বামী হুমায়ুন যৌতুকের জন্য অব্যাহত নির্যাতন শুরু করে। মেয়ের সুখের জন্য স্বামী হুমায়ুনকে কয়েক দফায় ১০ লাখ টাকা দেয় শশুর। কিন্তু বিধিবাম বিয়ে পাগল হুমায়ুন পুনরায় তৃতীয় বিয়ে করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টুও একাধিক বার বিচার করেন। পরে উপায়ন্তর না পেয়ে শশুর ইয়াছিন মিয়া বিজ্ঞ আদালতে সিআর ১৮৩/১৭ মামলাটি দায়ের করেন। ওই মামলায় উপযুক্ত প্রমানের ভিত্তিতে যৌতুকলোভী হুমায়ুনের তিন বছর সশ্রম কারাদ- প্রদান করেন। পলাতক থাকা হুমায়ুন এ সংবাদের পরপর বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বলে বাদী দাবী করেন। অসহায় ইয়াছিন মিয়া হুমায়ুন যাতে সাজাপ্রাপ্ত হয়েও বিদেশ যেতে না পারেন এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।