নিরাপদ বৃদ্ধাশ্রমের সাথে ‘লাস্ট ড্রেস বাই শওকত’র চুক্তি স্বাক্ষর
ভোলার চরনোয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
ভোলা সদর ৩১নং চরনোয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক আদব ও নাগরিক অধিকার সংগঠন (চঅঘঙ) সংগঠনের আয়োজনে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পরিচালক এড.বীথি ইসলাম।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কুশুম আক্তার, মুসতারী জাহান, তানজিলা সাহিনা, জাহানারা বেগম ও সানজিদা আক্তার লিয়া। এ সময় বক্তারা বলেন, শিশুদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে তেমনি শিশুদের আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি রয়েছে মায়েদের ভুমিকা। মায়েরাই পারে প্রতিটি শিশুকে পরিচর্যার মাধ্যমে আর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলতে। শিশুদের আচরনগত ইতিবাচক পরিবর্তনের লক্ষে মিথ্যা না বলা অনুশীলনের জন্য অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়।