বরিশালে বিদেশি পিস্তলসহ প্রতারক আটক

বরিশাল-ভোলা সড়কের কর্ণকাঠি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও মাদকসহ জুবায়ের হোসেন সুমন (৪১) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

জুবায়ের হোসেন সুমন বরিশাল নগরীর রূপাতলীর মৃত এমএ মান্নান খানের ছেলে।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১২ টায় বরিশাল র‌্যাব-৮ এর পক্ষ থেকে বাংলানিউজকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বরিশাল ভোলা রোডের কর্ণকাঠি বোর্ড স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় সুমনের ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দু’টি ধারালো ছোরা ও ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, সুমন একজন অস্ত্রধারী মাদকবিক্রেতা, সেবী ও প্রতারক। ২০১৭ সাল থেকে তিনি টিউবওয়েল স্থাপনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেকে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আঞ্চলিক ডিজিটাল তথ্যকেন্দ্র থেকে বিভিন্ন এলাকার চেয়ারম্যান ও মেম্বারের তথ্য সংগ্রহ করে টিউবওয়েল স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

নিজের বিকাশ নাম্বার ব্যবহার না করার কথা বলে কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতেন। নেশার চাহিদা মেটাতে এসব প্রতারণার আশ্রয় নিতেন বলে প্রথামিকভাবে স্বীকারোক্তি দিয়েছেন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page