দৌলতখানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
ভোলার দৌলতখানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় দৌলতখান আলী আশরাফ মহাবিদ্যালয়ে অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয় । কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ । এ সময় তিনি শিক্ষার্থীদেরকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও জঙ্গী দমনে সচেতনতামূলক বিষয় নিয়ে বিভিন্ন আইনি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । এ ছাড়া সামাজিক অপরাধ রোধে সকলকে সর্তক হওয়ার আহবান জানান। দৌলতখান পুলিশ জনগনের যে কোন সমস্যা মোকাবেলায় সর্বধা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
সভায় অন্যান্য অতিথিরা স্টুডেন্টদের বিভিন্ন কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারনা দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতখান থানার অফিসার ইনচার্জ বজলার রহমান, পুলিশের বিভিণ্ন কর্মকর্তাসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।