মিথিলা-ফাহমির ‘অন্তরঙ্গ’ ছবি ফাঁসে যা বললেন প্রভা
জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। শোবিজ অঙ্গনের অনেক তারকাই কথা বলেছেন বিষয়টি নিয়ে। ভাইরাল হওয়া মিথিলা ও ফাহমির ছবি প্রসঙ্গে ফেসবুকে নিজস্ব মত প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও।
তিনি লিখেছেন, ‘কারও ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার বা পোস্ট করা, এথিকালি কোনো রাইট আপনি রাখেন না। বিকৃত মানসিকতার আমূল পরিবর্তন হোক….’।
প্রভার এই পোস্টে মানুষের নেতিবাচক কমেন্ট পড়তে শুরু করলে পরে তিনি পোস্টটি সরিয়ে ফেলেন।
উল্লেখ্য, গত সোমবার একটি ফেসবুক গ্রুপ থেকে মিথিলা-ফাহমির বেশ কিছু ‘অন্তরঙ্গ’ ছবি পোস্ট করা হয়। এরপর সেখান থেকে ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।
এর আগে ২০১০ সালে প্রভার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। সেসময় কথা রটে, ভিডিওটি প্রকাশ করেছিলেন প্রভার হবু বর রাজীব। প্রভার সেই ভিডিও নিয়ে দেশজুড়ে ব্যাপক নেতিবাচক সমালোচনা হয়েছিল। সেই ভিডিওর জেরে সংসার পর্যন্ত ভেঙেছিল এই অভিনেত্রীর। ডিভোর্স হয়ে গিয়েছিল তার সাবেক স্বামী অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে।