ভোলায় পূবালী ব্যাংকের ৬০ বছর বর্ষপূর্তি পালিত
পূবালী ব্যাংক লিমিটেড ভোলা ব্যাঞ্চের আয়োজনে ৬০ বছর বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় সদর রোড জেলা ব্যাঞ্চ কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বর্ষপূর্তি পালন করা হয়। ব্যাংক ম্যানেজার আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল জোনের ডিজিএম মঞ্জুর ইসলাম মজুমদার। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আহাদ চৌধুরী তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী নজিব উল্যাহ নাজু, মো. সালাউদ্দিন, জাহাঙ্গির আলমসহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে পরস্পরের সম্পর্ক ও ব্যাংককিং খাতের নানাবিধ সুযোগ সুবিধা তুলে ধরেন। অনুষ্ঠানে সাংবাদিক, বিশিষ্টজন, ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহকরা উপস্থিত ছিলেন।