গাঁজার চালানে মালিক পায় ৪৫ হাজার, চালকের ভাগ ২০ হাজার

গাজীপুর মহানগরীর জয়দেবপুর এলাকা থেকে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। এ সময় ৪০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে র‍্যাব।

র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল ৩ নভেম্বর সন্ধ্যায় গাজীপুর মহানগরীর জয়দেবপুর থানার ঢাকা-ময়মনসিংহ রোডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নবির হোসেন (৩৯) ও মো. সুমন মিয়া (৩০)। এ সময় তাদের চালিত পিকআপ হতে ৪০ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যা ব জানায়, তারা সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে গাঁজা নিয়ে আসে। পরবর্তীতে গাঁজার চালানগুলো বিভিন্ন পণ্যবাহী পরিবহনে করে ঢাকাসহ সারা দেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার নবির জব্দকৃত পিকআপটির মালিক। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে ইতিপূর্বে ১০/১৫টি মাদকের চালান ঢাকায় নিয়ে এসেছে বলে স্বীকার করেছে। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৪৫ হাজার টাকা করে দিত বলে জানায়।

গ্রেপ্তার অপর আসামি সুমনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব আরও জানিয়েছে যে, সে পেশায় একজন পিকআপ চালক। সে প্রায় ১০-১৫ বছর যাবত পিকআপ চালিয়ে আসছে। সে ইতিপূর্বে ৮/১০টি মাদকের চালান গাজীপুরে নিয়ে এসেছে বলে স্বীকার করেছে। আর এসব চালান প্রতি নবিরকে ২০ টাকা করে মাদক ব্যবসায়ীরা দিত বলে সে জানায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।